শওকত আলী ইমনের সুরে রোজিনার নতুন মিউজিক ভিডিও ‘এলে যখন’
প্রকাশিত :
২২ জুন ২০২৩, ৩:০০:০০
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭:৫৪
যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতশিল্পী রোজিনা করিম খান কয়েক বছর পূর্বে দেশের স্বনামধন্য সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুরে একটি অডিও এলবামে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছিলেন। ‘আমার সপ্ন আমার সুর’ নামের এই এলবাম থেকে সম্প্রতি ‘এলে যখন এ জীবনে’ – শিরোনামের গানটির মিউজিক ভিডিও ‘পিএসপি মিউজিক – ফ্লোরিডা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে । গানটি লিখেছেন – ফয়সাল রাব্বিকিন। উল্লেখ্য শিল্পী রোজিনা করিম খানের ইতিপুর্বে বেশ কিছু মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল এবং প্রচুর জনপ্রিয়তাও পেয়েছিলো। ইউটিউব এ উন্মোচিত এ শিল্পীর “চন্দ্র তারা”, “কত ঘুরলি পিছু” এবং আসমানেতে উঠে চান” শিরোনামের গানগুলি শ্রোতাপ্রিয়তায় শীর্ষে ছিল । তারই ধারাবাহিকতায় এবারের মিউজিক ভিডিওটিও শ্রোতাদের ভালো লাগবে বলে শিল্পী আশাবাদ ব্যক্ত করে বলেন, ” এই মিউজিক ভিডিওটির কাজ আরো বেশ আগেই শেষ করার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমাদের শুটিং বিলম্বিত হয়। মিউজিক ভিডিওতে মুল চরিত্রে অংশগ্রহন করেছেন – বর্তমান সময়ের জনপ্রিয় মুখ -তন্ময়, অলংকার এবং প্রিয়াংকা । আশা করছি আমার পূর্বের মিউজিক ভিডিওগুলোর মতো এ নতুন মিউজিক ভিডিওটিও শ্রোতাদের ভালো লাগবে”। ‘এলে যখন’ গানটির চিত্রায়ন ভেলোসিটি এন্টারটেইনমেন্ট ষ্টুডিওতে সম্পন্ন হয়েছে।