ভালোবাসা দিবসে আশেকের ডাবল ধামাকা
প্রকাশিত :
২২ জুন ২০২৩, ২:৫৮:১৮
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭:৫৪
সংগীতশিল্পী আশেক মনজুর
সংগীতশিল্পী আশেক মনজুর সম্প্রতি প্রবাসে স্থায়ী হয়েছেন। কিন্তু প্রবাসে থেকেই তার সংগীত চর্চা অব্যাহত আছে এবং সেই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবসে আশেক তার সংগীত আয়োজনে দুইটি গান ইউটিউবে উন্মুক্ত করতে যাচ্ছেন। ‘মন হারে’ শিরোনামে আশেক এর সংগীত আয়োজনে ডুয়েট গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী মাহাতিম সাকিব এবং দৃষ্টি আনাম। গানটি ইতিমধ্যে আশেক এর প্রযোজনা প্রতিষ্ঠান 3P প্রোডাকশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। গানটি লিখেছেন নীল মাহাবুব এবং গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন মাহাতিম সাকিব। উল্লেখ্য ‘মন হারে’ গানটির মাধ্যমে এই প্রথম কোনো মৌলিক ডুয়েট গানে কণ্ঠ দিলেন মাহাতিম। তাছাড়া মাহাতিম এবং দৃষ্টির কণ্ঠে এটি প্রথম মৌলিক গান।
অন্যদিকে নগর বাউল জেমস এর দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত সংগীতশিল্পী আশেক মনজুর। জেমস এর প্রতি শ্রদ্ধা নির্দেশন হিসেবে আশেক জেমস এর জনপ্রিয় কিছু গানের সংমিশ্রনে ‘মীরাবাঈ ম্যাশআপ’ শিরোনামে একটি গান বানিয়েছেন যেটির টিজার ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে। আশেক জানান গানটি শিগগিরই তার প্রযোজনা প্রতিষ্ঠান 3P প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। আশেক বলেন, “জেমস ভাই এর ম্যাশআপ নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং ব্যাপার এবং তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং হলো অনুমতি পাওয়া! আমি ভাগ্যবান এই গানটির ব্যাপারে জেমস ভাই এর ম্যানেজার রুবায়েত ঠাকুর রবিন আমাকে প্রচন্ড সহযোগিতা করেছেন এবং বিনা দ্বিধায় আমাকে জেমস ভাই এর কালজয়ী গানগুলোর ম্যাশআপ এর অনুমতি দিয়েছেন। আমি আশা করবো জেমস ভাই এর ভক্তরা আমার কণ্ঠ এ সুরে করা এই ম্যাশআপ উপভোগ করবেন।”