বাংলাদেশী কমিউনিটির অসংখ্য মানুষের উপস্থিতিতে মোরশেদ আলম শ্যামলের জানাজা অনুষ্ঠিত।
প্রকাশিত : ১২ মে ২০২৪, ৪:৫৪:২৫
বিএনপি জার্মানির সন্মানীত উপদেষ্টা মরহুম মোরশেদ আলম শ্যামলের জানাজার নামাজ গতকাল ১১ মে ২০২৪ রোজ শনিবার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জার্মানির সভাপতি আকুল মিয়া, সাবেক সভাপতি দেওয়ান শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা, সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, হেসেন প্রদেশ বিএনপির সাবেক সভাপতি নুর উদ্দিন মিঠু মিনজু সহ অনেক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ মোর্শেদ আলম শ্যামলের জানাজার সর্বস্তরের প্রায় ৪ শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দোয়ায় সকলে মোরশেদ আলম শ্যামলের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।