জার্মান বিএনপির উপদেষ্টা মোরশেদ আলম শ্যামল এর আকস্মিক মৃত্যুতে বিএনপি জার্মানি শাখার গভীর শোক প্রকাশ।
প্রকাশিত : ১০ মে ২০২৪, ৩:১৬:০৩
বিএনপি জার্মানির সন্মানীত উপদেষ্টা মোরশেদ আলম শ্যামল গতরাতে ফ্রাঙ্কফুর্টে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। বিএনপি জার্মানির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিএনপি জার্মানির বিভিন্ন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠা করতে নিরলস পরিশ্রম করেছেন মোরশেদ আলম শ্যামল।বিএনপি জার্মানির সভাপতি আকুল মিয়া বলেন, তার মৃত্যুতে আমরা একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল নেতা এবং একজন ভাল বন্ধু হারালাম, যার অভাব পূরণ করা কঠিন হবে। এছাড়াও বিএনপি জার্মানির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা বলেন, মোরশেদ আলম শ্যামল ছিলেন জিয়ার একজন নিবেদিত প্রাণ সৈনিক।
বিএনপি জার্মানির সন্মানীত সভাপতি জনাব আকুল মিয়া, সংগ্রামী সাধারণ সম্পাদক গণি সরকার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা সহ সকল নেতাকর্মী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনাকরেছেন।