আজ ৮ মে বুধবার জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সাথে তাঁর নিজ বাসভবনে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশিত : ০৯ মে ২০২৪, ৩:৩৮:৫২
জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার আমন্ত্রনে আজ তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার ও ব্যাডেন ভুর্টেমবার্গ রাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান. এসময় নেতৃবৃন্দ সভাপতির সাথে কুশল বিনিময় করেন. পরবর্তীতে তাঁরা মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন. সভাপতির আতিথেয়তায় মুগ্ধ হয়ে নেতৃবৃন্দ তার ভূয়সী প্রশংসা করেন. কথোপকথনের একপর্যায়ে সভাপতি আকুল মিয়া দলের সকল নেতাকর্মীকে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার তাগিদ দেন.