গতকাল ১৮ই এপ্রিল বিএনপি জার্মানির সর্বস্তরের নেতৃবৃন্দদের সাথে অনলাইনে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১২:১৯:৪৪
গতকাল ১৮ই এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় বিএনপি জার্মানির সর্বস্তরের নেতৃবৃন্দদের সাথে অনলাইনে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক এবং অষ্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উওর-দক্ষিন আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন। উক্ত বৈঠকে তিনি কার্যকরী কমিটির সদস্যদের কর্মক্ষমতা এবং সংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য নানা সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন। বিএনপিকে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আনোয়ার হোসেন খোকন নতুন সদস্য সংগ্রহের উপরে জোর দেন এবং আগামী ১০ ই মে ২০২৪ এর মধ্যে সদস্য সংগ্রহ অভিযান সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি জার্মানিতে বিএনপির সমস্ত কার্যক্রম বিএনপি জার্মানির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির সাথে সমন্বয় করে পরিচালনা করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
বিএনপির এই আন্তর্জাতিক সম্পাদক দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেন, তিনি আশা প্রকাশ করেন যে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী বিএনপি জার্মানি অন্যান্য দেশের জন্য একদিন রোল মডেল হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জার্মানির সন্মানীত সভাপতি জনাব আকুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।