বিএনপি জার্মানির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনার সার্বিক সহযোগিতায় বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে দারুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন।
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ৪:৪৪:৩৮
গত ৪ ই এপ্রিল ২০২৪ বিএনপি জার্মানির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনার সার্বিক সহযোগিতায় বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে দারুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই এতিমখানায় অনেক দরিদ্র শিশু দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন। বগুড়া জেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সানাউল সাদাত সুমনের সার্বিক সহযোগিতায় এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত দুয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ যারা বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মহান আল্লাহ্র দরবারে মোনাজাত করা হয়। মাগরিবের নামাজের শেষে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সৈয়দ জুলফিকার মনা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মী, দরিদ্র জনগণ এবং এতিমদের নিয়মিত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।