আজ ২৬শে মার্চ ২০২৪ জার্মানির বাডেন ভুর্টেমবের্গ রাজ্য শাখা বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস শীষর্ক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ৫:১৩:৫০
তরিকুল ইসলাম মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনা সভায় জার্মান বিএনপির বিভিন্ন প্রদেশ থেকে সর্বস্তরের নেতা কর্মীরা যোগ দেন।আলোচনা সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন উক্ত রাজ্য কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কবির পাটোয়ারী। এরপর নেতা কর্মীদের বক্তব্যের এক পর্যায়ে বিএনপি নেতা সাব্বির আহমেদ বলেন স্বৈরাচার সরকার দ্বারা নির্যাতনের শিকার সকল নেতৃবৃন্দের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাডেন ভুর্টেমবের্গ রাজ্য কমিটির প্রধান উপদেষ্টা আকতারুল আলম বাবুল বেগম জিয়ার মুক্তি দাবি করে বলেন স্বাধীন দেশেও আমরা আজ পরাধীন। আলোচনার এক পর্যায়ে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান অনতিবিলম্বে ভারত বয়কট আন্দোলনে দল মত নির্বিশেষে সারা দেশের মানুষকে সম্পৃক্ত হবার আহবান জানান।
চলমান ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার আলী মনা জার্মানিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির প্রতি গুরুত্বারোপ করেন। স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্বা জানিয়ে সহ সভাপতি আওলাদ হোসেন দেশের সার্বভৌমত্ত রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনার সব শেষে সকলের বক্তব্যের প্রতি সম্মতি জানিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকলকে একযোগে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের সভাপতি তরিকুল ইসলাম মুক্তি। এসময় তিনি অসহায় ও কারাগারে থাকা বিএনপি নেতৃবৃন্দের পরিবারের পাশে দাঁড়ানোর উপর জোর দিয়ে সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ ব্যাক্ত করেন।
অনলাইন এই আলোচনা সভায় এছাড়াও উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুদ্দিন মিন্জু ,মঈন উদ্দিন,দেলোয়ার হোসেন, শিব্বির আহমেদ সেলিম,সৈয়দ নিরক হোসেন দুলাল, নুরুল পুন্য, ফয়সাল আহমেদ সহ আরো অনেকেই। উপস্থিত সকল নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষে সভাপতি তরিকুল ইসলাম মুক্তি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।