ডেস্ক রিপোর্ট:
প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ৭:৪০:৫৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারাবন্দী দিবস উপলক্ষে বিএনপি জার্মানি গত ৭ ই মার্চ ২০২৪ এক অনলাইন(Zoom) আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপি জার্মানির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাব্বির আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হেসেন প্রদেশ বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং দুয়া পরিচালনা করেন বিএনপি নেতা মোহাম্মাদ রেজুওয়ানুল ইসলাম রাজু। উক্ত দুয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে এবং আন্দোলনে শহীদ সবার রুহের মাগফিরাত কামনা করা হয়।
স্বাগত বক্তব্যে বিএনপি জার্মানির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার তারেক রহমানকে যে দেশী-বিদেশী চক্রান্তের শিকার তা তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিরিক দুলাল মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনার স্মৃতিচারণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও তার পরিবারের ত্যাগের বিষয়টি উল্লেখ করেন।
বিএনপি জার্মানির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ১/১১ এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের উপরে যে নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দেন। বিএনপি জার্মানির সহ-সভাপতি আওলাদ হোসেন দেশনেত্রী খালেদা জিয়া সহ আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীদের জন্য দুয়া চান। বিএনপি নেতা জিয়া চৌধুরী বলেন, আওয়ামীলীগ টিকে আছে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে, তিনি নেতাকর্মী ও দেশের সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
বার্লিন বিএনপির সভাপতি জসীম শিকদার তার বক্তব্যে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও বেশি সহযোগিতা করা উচিত।
এই আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন Baden-Württemberg প্রদেশ বিএনপির প্রধান উপদেষ্টা আক্তারুল আলম বাবুল, সভাপতি তরিকুল ইসলাম মুক্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান এবং সৈয়দ নিরিক হোসেন দুলাল, Bayern প্রদেশ থেকে মোহাম্মাদ মোতাহার হোসেন, আব্দুর রহিম, মুনজুরুল হক টিটু,আরিফ আহমেদ সোহাগ, এইচ এম মুকুল, আরিফ সরকার, ইলিয়াস হোসেন, Hessen প্রদেশ থেকে প্রদেশ বিএনপির সভাপতি নজরুল ইসলাম, NRW প্রদেশ থেকে উক্ত প্রদেশের সভাপতি গোলাম মাহবুব ও দেলোয়ার মোল্লা এবং Berlin প্রদেশ থেকে বিএনপি নেতা আবু হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও তিনজন নবাগত সদস্য Köln থেকে মোহাম্মাদ সাজ্জাদুল আলম, Munich থেকে মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং Frankfurt থেকে আরিফ সরকার তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে বক্তব্য দেবেন।
সবশেষে বিএনপি জার্মানির সভাপতি বিএনপি জার্মানির সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা যাবার পরামর্শ দেন। এছাড়াও তিনি মার্চ মাসের শেষের দিকে বেলজিয়াম বিএনপি ও গ্রীস বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যাবার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।