ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা
প্রকাশিত :
২২ জুন ২০২৩, ১২:০০:৪১
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭:৫৪
নাগরিক ডেস্ক:
দখলকৃত পশ্চিম তীরে ১২ বছরের এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার এই ঘটনার সময় ছেলেটি গাড়িতে তার বাবার সঙ্গে ছিল।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তাদের একজন সেনা ‘সন্দেহজনক কর্মকাণ্ডে’ জড়িত ওই গাড়ির চাকা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ইসরাইলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
পশ্চিম তীরের দক্ষিণে বেইত উম্মার গ্রামের কাছে গাড়িতে থাকা ছেলেটির বুকে গুলি করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাছের হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।