গত ২৬শে মার্চ জার্মানির হেসেন রাজ্যে বিএনপির উদ্যোগে ভিসবাডেন (Wiesbaden) শহরে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
প্রকাশিত : ২৯ মার্চ ২০২৪, ১০:০৮:৪১
গত ২৬শে মার্চ জার্মানির হেসেন রাজ্যে বিএনপির উদ্যোগে ভিসবাডেন (Wiesbaden) শহরে মহান স্বাধীনতা দিবস পালন এবং ইফতার শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জার্মান বিএনপির হেসেন প্রদেশ সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন জার্মান বি.এন.পির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা এবং বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স জার্মানি শাখার সাধারণ সম্পাদক সেলিম রঅনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তিলওয়াত করেন (Baden-Württemberg) বাডেন-ভুর্টেনব্যার্গ প্রদেশ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন। উক্ত দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা এবং আন্দোলনে শহীদ সবার রুহের মাগফিরাত কামনা করা হয়আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও (Baden Württemberg) বাডেন-ভুর্টেনব্যার্গ প্রদেশ বি.এন.পি কমিটির উপদেষ্টা সৈয়দ নিরিক দুলাল তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণের স্মৃতিচারণ করেন এবং সাথে সাথে জিয়া পরিবারের ত্যাগের বিষয়টি উল্লেখ করেন।স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে স্বাধীনতার পাঠক বলে কটূক্তি করার এই স্পর্ধাকে কঠিনভাবে নিন্দা জ্ঞাপন করা হয়উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ভার্চুয়ালের মাধ্যমে জার্মান বি.এন.পির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনা বলেন, বাংলাদেশের সকল মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শরীক হতে হবে ও ভারতের বিরুদ্ধে গণআন্দোলনের প্রস্তুতি নিতে গণতান্ত্রিক সকল শক্তিকে এক হতে বলেন।বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াদ খন্দকার বলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে, ইনশাআল্লাহ।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির হেসেন প্রদেশের সহ-সভাপতি সোলায়মান হোসেন, সহ সভাপতি মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, মহিলা সম্পাদিকা আরজু ইসলাম, সহ- মহিলা সম্পাদিকা মমতা আক্তার, মোঃ মিরাজ, মহসিন, দেলোয়ার হোসেন ও রিপন গোস্তবসন। এছাড়াও হেসেন বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মাগরিবের নামাজের শেষে জার্মান বিএনপির হেসেন প্রদেশের সভাপতি নজরুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।