ঢিমেতালের আন্দোলনে শেখ হাসিনার বিজয়
কোনোকিছুতেই আটকাচ্ছে না ০৭ জানুয়ারির নির্বাচন
আর এ খান, নির্বাহী সম্পাদক
প্রকাশিত :
০৫ জানুয়ারী ২০২৪, ১১:০৬:৩৬
আপডেট :
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭:০৫
আন্দোলনের জন্যে টাইমিং খুঁজতে থাকা বিএনপি ও বিরোধীদের নাকের ডগার উপর দিয়েই হাসিনা আবারো সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে। শেষ পর্যন্ত নির্বাচন থামাতে বিরোধীদের পক্ষ থেকে চূড়ান্ত কোনো আন্দোলনের ডাক আসেনি এখোনো। বিগত দুমাস যাবৎ নামমাত্র হরতাল অবরোধ আর অসহযোগ সর্বস্তরের জনগণকে রাস্তায় নামাতে পারেনি। এমনকি সকল বিরোধীরা একযোগে এক প্ল্যাটফর্মে যুগান্তকারী কর্মসূচি দিতেও ব্যর্থ হয়েছে। ঢালাও গ্রেফতার আর সাজা বিরোধীদের অসহায় করে তুলেছে। তফসিল পরবর্তী সরকারের চাইতে ০৭ জানুয়ারির পরের নির্বাচিত(স্বনির্বাচিত) সরকার নিশ্চই আরো কঠোর হয়ে উঠবে। স্বৈরাচার নির্মূলে প্রয়োজন ছিল আরও সৃজনশীল ও কার্য্যকরী কর্মসূচির। সুতরাং একদফার দাবীতে আন্দোলনরত দল গুলোর সফলতা দেখার জন্যে বাংলাদেশিদের হয়তো আরো অপেক্ষা করতে হবে।