যুবদল চাটমোহর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ
আর এ খান, নির্বাহী সম্পাদক
প্রকাশিত :
০২ জানুয়ারী ২০২৪, ৬:১৮:৩৫
আপডেট :
০২ জানুয়ারী ২০২৪, ৬:২২:২১
গতকাল সোমবার চাটমোহর যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ০৭ জানুজারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে চাটমোহর উপজেলা ও পৌর যুবদলএর সমন্বয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় সাধারণ জনগনের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় বলে উল্লেখ করেন পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা প্রদান কালে সদস্য সচিব ফারুক হোসেন চাটমোহর বাসীকে পুতুল খেলার নির্বাচন বয়কটের আহবান জানান। যুবদলের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুম, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা সহ অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।