প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ৩:২৬:৩০
নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা সাক্ষাৎ করে এ প্রতিবেদন তুলে দেন।
প্রতিবেদনে মোট ১৫টি খাতে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো—জাতীয় সংসদের আসন সংখ্যা ৬০০-তে উন্নীত করে প্রতিটি এলাকায় একটি সাধারণ ও একটি নারী সংরক্ষিত আসনের ব্যবস্থা, যাতে উভয় আসনে সরাসরি ভোট হবে।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হলে উচ্চকক্ষে নারী-পুরুষ প্রার্থী মনোনয়নে “জিপার পদ্ধতি” বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এছাড়া ৫টি নারী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে গণতান্ত্রিক চর্চা, অনুকূল পরিবেশ, বাধা দূরীকরণ ও আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে নারীদের জন্য আলাদা আসন সংরক্ষণের প্রস্তাবও রয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গণমাধ্যম, ক্রীড়া ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার নারীপক্ষের সহ-প্রতিষ্ঠাতা শিরিন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের কমিশন গঠন করে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাহীন সুলতান, সারা হোসেন, ফৌজিয়া করিম, কল্পনা আক্তার, ডা. হালিদা আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।