জার্মানির বায়ার্ন মিউনিখ শাখা বিএনপির নতুন কমিটি গঠন ও বিজয় দিবস উদযাপন
আর এ খান
প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৩, ৪:১৩:১৫
আপডেট :
১৯ ডিসেম্বর ২০২৩, ৬:২২:৪৩
গত ১৭ ই ডিসেম্বর ২০২৩ জার্মানির মিউনিখ শহরে বায়ার্ন মিউনিখ রাজ্য কমিটির উদ্যোগে বিজয় দিবস পলন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছিলেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বায়ার্ন বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব রেজুওয়ান ইসলাম রাজু। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জার্মানির অন্যতম সিনিয়র নেতা জনাব মোঃ কবির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিরিক হোসেন দুলাল, মোঃ আব্দুর রহিম, মোঃ মজিবুর রহমান মাজেদ এবং মিউনিখের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল ইসলাম দীনুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি জার্মানির যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব আরিফ আহমেদ সোহাগ।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। পরবর্তীতে দুপুরে মধ্যাহ্নভোজের পরে ৫১ সদস্য বিশিষ্ট নতুন বায়ার্ন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত রাজ্য কমিটিতে যারা আছেন তাদের মধ্যে কয়েকজনের নাম নিচে দেয়া হলো।
প্রধান উপদেষ্টাঃ মোঃ আব্দুর রহিম
সভাপতিঃ মোঃ রেজুওয়ান ইসলাম রাজু
সিনিয়র সহ-সভাপতিঃ শেখ হোসাইন মোহাম্মাদ বাদল
সহ-সভাপতিঃ মোঃ নান্নু আহমেদ
সাধারণ সম্পাদকঃ মোঃ মোতাহার হোসেন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ সাব্বির আহমেদ
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ আকিদুল ইসলাম চমন
সাংগঠনিক সম্পাদকঃ আরিফ আহমেদ সোহাগ
সহ-সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন শাকিল
সহ-সাংগঠনিক সম্পাদকঃ শেখ ইলিয়াস আলী
দপ্তর সম্পাদকঃ এইচ এম মুকুল
কোষাধ্যক্ষঃ মোঃ মাকসুদুর রহমান
মাগরিবের নামাজ শেষে উক্ত আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।