দেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে : অসিম কুমার উকিল
প্রকাশিত :
২০ জুন ২০২৩, ৪:১১:২৬
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭:৫৪
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এদেশে প্রচুর মানুষ গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনকি এই অপরাধের জন্য কিছুদিন আগে মার্কিন নিষেধাজ্ঞায় পড়েন রয়াবের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা। তবে আওয়ামী লীগ সবসময় এসব দায় অস্বীকার করেছেন। তারা কোনভাবেই স্বীকার করেন না যে, দেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে।
তবে এবার আওয়ামী লীগে সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এই দায় স্বীকার করলেন। তিনি বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাঙ্ক্ষিত হতে পারে না। এটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়। এটি হওয়া যায় না। তারপরও হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের সবার দৃষ্টি নিবদ্ধ করা দরকার।’
বৃহস্পতিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ‘জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায়’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য অসিম কুমার উকিল বলেন, ‘বাংলাদেশে রাজনীতির স্বাভাবিক গতিধারা ব্যাহত হয়েছে বারবার। স্বাভাবিক গতিধারা যখন ব্যাহত হয়েছে, তখন অস্বাভাবিক কর্মকাণ্ড সামনে চলে এসেছে। গুম, অন্তর্ধান যা-ই বলি না কেন, এগুলো অস্বাভাবিক বিষয়। আমাদের দায়িত্ব হলো এগুলো বন্ধ করা।’
অসিম উকিল বলেন, ‘রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো হয়। এর ধারাবাহিকতায় এগুলো চলছে। গণতন্ত্রের ধারা বিকাশমান। এই ধারাকে আরও শক্তিশালী করা দরকার। গণতন্ত্রের ধারা যত বেশি শক্তিশালী হবে, তত রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া ফিরে আসবে। এসব অস্বাভাবিক প্রক্রিয়া, এই গুম, খুন এগুলো কমে আসবে। একসময় বন্ধ হবে।’
‘গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করার প্রথম যে জিনিস, সেটা হলো নির্বাচনপ্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল।’
গুম হওয়া স্বজনদের প্ল্যাটফর্ম মায়ের ডাক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা মায়ের ডাক হবে কেন? এটা দেশের ডাক, এটা সবার ডাক। মায়ের ওপর সব দায় চাপিয়ে দিয়ে নিজেদের আড়াল করছি কি না, সেটা দেখা দরকার। দায়িত্বটা আমাদের, যারা দেশ পরিচালনা করছেন এবং যারা করতে চান। এটা সবার ডাক যখন হবে, তখনই আমরা সম্মুখপানে এগিয়ে যাব।